নিজস্ব প্রতিবেদক:গত সোমবার (২৬ জুন) রাত পৌনে ৪ টায় যশোর সদর উপজেলাার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামস্থ এস.আর. এগ্রো এর সামনে ডাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার সবুজ (২২) নিহতর ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার ২৬ জুন রাতে মামলাটি করেন, ফরিদপুর জেলার কোতয়ালি থানার কবিরপুর গ্রাামের আকমল শেখ এর ছেলে শহিদ শেখ।
মামলায় আসামী করেন, ডাম ট্রাক যশোর শ- ১১-০১৩৯) এর অজ্ঞাতনামা ড্রাইভার ও রাজবাড়ী ন-১১-০০৩৬) এর ড্রাইভার ফরিদপুর জেলার কোতয়ালি থানার কবির পুর গ্রামের মৃত ইয়াকুব মল্লিকের ছেলে জাহিদ।
মামলায় বাদি উল্লেখ করেন,গত ২৬ জুন বাদির ছেলে সবুজ (২২) মাগুরা হতে পিকআপ যোগে যার রেজিষ্ট্রেশন নং রাজবাড়ী ন- ১১-০০৩৬) যশোর যাওয়ার সময় একই রাতে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক যার রেজিষ্ট্রেশন নং যশোর শ- ১১-০১৩৯ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাদির ছেলে পিকআপ হেলপার সবুজ ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। স্থানীয় লোকজনের সহায়তায় বাদির ছেলে সবুজকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। বাদি সংবাদ পেয়ে দ্রুত যশোর সদর হাসপাতালে যেয়ে তার ছেলের মৃত দেহ সনাক্ত করেন।
পরবর্তীতে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ বাদির ছেলের লাশের সুরোতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং উক্ত ট্রাক ও পিকআট বারোবাজার হাইওয়ে থানা পুলিশ নিয়ে যান। উক্ত ডাম ট্রাক ও পিকআপ চালক বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারনে মুখোমুখি সংঘর্ষে বাদির ছেলে সবুজের মৃত্যু হয়েছে।

