অভয়নগর প্রতিনিধি
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর যশোরের অভয়নগর উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজন চেয়ারম্যান ও দুইজন সাধারণ সদস্য প্রার্থীকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার প্রেমবাগ ও পায়রা ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার।
এ ব্যাপারে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার জানান, সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালা ২০১৬ এর ৩১ (২) ধারায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিনকে দুই হাজার টাকা, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম সিরাজুল ইসলাম মান্নুকে পাঁচ হাজার টাকা এবং ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের প্রার্থী রাজিব হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গত রবিবার (১৯ ডিসেম্বর) রাতে একই অপরাধে উপজেলার পায়রা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান বিশ্বাসকে সাত হাজার টাকা, চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলমকে সাত হাজার টাকা এবং ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মারুফ হোসেনের এজেন্ট হাসেম আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গত দুই দিনে দুই ইউনিয়নে চারজন চেয়ারম্যান ও দুইজন সাধারণ সদস্যকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভয়নগরে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনকে জরিমানা

