কেশবপুর প্রতিনিধি :-কেশবপুর দিশা সমাজকল্যাণ সংস্থার মধ্যকুল ও হাবাসপোল উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ কারেন দুই শিকক্ষ, রোজিনা ও সালমা ।
সরেজমিন গিয়ে জানা যায় দিশা সমাজকল্যাণ সংস্থার মধ্যকুল ও হাবাসপোল উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনা খাতুন ও সালমা বেগম মঞ্জু এই দুই শিক্ষক একজনের স্বামী ফ্লেক্সি ও বিকাশের দোকানদার আকবর আলী ও আসমা বেগম মঞ্জুর ভাই একই দোকানদার আকবর আলী কে দিয়ে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ২১৫০টাকা করে আসা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের মোবাইল নিয়ে তার নিজের মোবাইলে টাকা ট্রান্সফার করে ২১৫০ টাকার জায়গায় মাত্র ৭০০ করে টাকা তাদেরকে দেয় , বাকি টাকা তারা আত্মসাৎ করে, এটা নিয়ে এলাকায় তোড়পাড় শুরু হয়।
খবর পেয়ে স্থানীয় জাহিদ এর সহযোগিতা নিয়ে বিষয়টা অনুসন্ধান করে সত্যতা পায় তারই প্রেক্ষাপটে দিশা সমাজকল্যাণ সংস্থার কেশবপুর অফিসার ম্যানেজার রিপনের বক্তব্য নিয়ে একটি রিপোর্ট ফেসবুকে ভাইরাল হয়।
এর পর দিশা সমাজকল্যাণ সংস্থার ম্যানেজারের পদক্ষেপে শিক্ষক রোজিনা, সালমা ও বিকাশ দোকানদার আকবর আলী রবিবার প্রত্যেক গার্জিয়ানদের বাড়িতে গিয়ে আত্মসাৎ কৃত টাকা ফেরত দিয়ে আসে। তবে এলাকাবাসীর দাবি এই দুই শিক্ষককে বদলি করে অন্তরে পাঠানোর ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।

