শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দর দিয়ে আসল ৩০ টন ভারতীয় মরিচ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:ভারত থেকে রবিবার বিকালে (৪টি ট্রাকে) ৩০মে:টন কাচা মরিচের চালান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। আরো ৬ ট্রাক কাচা মরিচ ভারতের পেট্টাপোল বন্দরে অপক্ষেমান রয়েছে। ভারতীয় মরিচ বাংলাদেশে প্রবেশের খবরে স্থানীয় বাজার গুলোত কমতে শুরু করেছে দাম।

২ একদিনের মধ্যে মরিচের দাম সহনশীল পর্যায়ে আসবে বলে জানান ব্যাবসায়িরা। ৫৫থেকে ৫৬টাকা কেজি দরে মরিচ আমদানি করা হয়েছে বলে জানান আমদানিকারক প্রতিনিধি মো: রয়েল হোসেন।
দেশে বৃষ্টিপাত ও গরমে ফলন নষ্ট হওয়ায় কাচামরিচের দাম বেড়ে যায়। আমদানি কমে য়ায় ফলে
ৎবাজার নিয়ন্ত্রনে ২৫জুন বানিজ্য মন্ত্রনালয় এমপোর্ট পারমিটি আইপি চালুর
অনুমতি দেয়। এর ফলে দেশের বিভিন্ন শুল্কষ্টেশন দিয়ে মরিচ আমদানি শুরু হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ