শার্শা প্রতিনিধি:সোমবার ভারত থেকে এসেছে আরো ৪৫ টন কাঁচা মরিচ। কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় যশোরে কেজিতে দাম কমেছে সাড়ে ৩শ’ টাকা। সাড়ে ৫ শ’ টাকার কেজির মরিচ আজ বিক্রি হচ্ছে ২ শ’ টাকায়। দাম আরো কমবে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দুইদিনে ভারত থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে ৯০ মেট্ট্রিক টন মরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এসব মরিচ দ্রুত খালাস করে বাজারজাত করা হচ্ছে।
ভারত থেকে রবিবার বিকালে ৬টি ট্রাকে ৪৫টন কাচা মরিচের চালান বেনাপোল স্থলবন্দরে আসে। আজ সোমবার এসেছে আরো ৪৫ টন।
দেশে প্রচুর কাচা মরিচের সরবরাহ থাকলেও অসাধু ব্যাবসায়িদের কারসাজিতে গত এক সপ্তাহের ব্যাবধানে এক থেকে দেড়শ টাকার মরিচ বিক্রি হয় প্রতিকেজি ৫০০থেকে সাড়ে ৫ শ’টাকা।
এদিকে বাজার নিয়ন্ত্রনে ২৫জুন বানিজ্য মন্ত্রনালয় এমপোর্ট পারমিটি আইপি চালুর অনুমতি দেয়। এর পর রোববার থেকে শুরু হয়েছে মরিচ আমদনি।
বেনাপোল কাষ্টমসের ডেপুটি কমিশনার জানান, ভারত থেকে ৩৭ হাজার টন মরিচ আমদানি করা হবে।
