শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

তালায় বাল্যবিবাহের দায়ে কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা

আরো খবর

সাতক্ষীরা  প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সাথে বাল্যবিবাহের দায়ে কনের মাতাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে  ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন  জরিমানা প্রদান করেন  করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, তালার সৈয়দ দীদার বখ্ত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আনুষ্ঠানিক আয়োজন ছিল সোমবার দুপুরে। বর কুমিরা ইউনিয়নের সেনপুর গ্রামের বিল্লাল হোসেন। বাল্যবিয়ের অভিযোগের ভিত্তিতে আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম, উত্তরণ-ওয়ার্ল্ড ভিশন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের কমিউনিটি ফ্যাসিলিটেটর আম্বিয়া খাতুন এবং তালা থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হন। সোমবার বিকালে পিতা বিদেশ থাকায় ঐ কন্যা এবং তার মাকে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিবাহ নিরোধ আইনে  ভ্রাম্যমান আদালতের  মাধ্যমে  কনের মাতাকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।  এছাড়া উ  নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হবে বলে সর্তক করে দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বশেষ