শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

১১ মাস পর জামিনে মুক্ত বিএনপি নেতা টিএস আইয়ূব

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: ১১ মাস পর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। সোমবার রাত ৯টার দিকে ময়মনসিংহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
দলীয় সূত্রে জানাগেছে,  ২০২২ সালের ২৯ জুলাই  ছাতিয়ানতলা দরাজহাট গ্রাম থেকে বাঘারপাড়া থানা পুলিশ ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবকে গ্রেফতার করে। সেই থেকে তিনি কারাগারে আটক ছিলেন। এসময় ঢাকার আদালতে দুদকের একটি মামলাসহ পুলিশের দায়ের করা  নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া ২৭ টি মামলায়  তাকে আটক দেখানো হয়।  তিনি অন্যসব মামলায় জামিন লাভ করলেও দুদকের মামলায় আটক ছিলেন।
সর্বশেষ  ২৬ জুন ঢাকা মহানগর স্পেশাল সিনিয়র জজ আদালতের বিজ্ঞ বিচারক আসাদুজ্জামানের আদালত থেকে তিনি জামিন লাভ করেন। তবে ২৭ জুন থেকে পবিত্র ঈদ উপলক্ষে সরকারি ছুঠি থাকায় তার জামিনের কাগজপত্র আদালত থেকে কারাগার পর্যন্ত পৌঁছাতে বিলম্ব হয়।

সোমবার ডাকযোগে জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর ময়মনসিংহ কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন।

 বাঘারপাড়া থানা বিএনপির আহবায়ক শামসুর রহমান রাতে জানান, ময়মনসিংহ কারাগার থেকে জামিনের পর টিএস আইয়ূব রাতেই তার ধানমন্ডীর বাসায় পৌঁছান।

আরো পড়ুন

সর্বশেষ