সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় দশম শ্রেণির ছাত্রীকে(১৫) বিয়ের করার দায়ে বর সুমন মোড়ল রাসেলকে ১৫দিনের কারাদন্ড ও একই সাথে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৫ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন কারাদন্ড প্রদান করেন।অভিযুক্ত বর সুমন মোড়ল তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের উথালী গ্রামের বিল্লাল হোসেন মোড়লের ছেলে । এ সময় উক্ত জরিমানার টাকা পরিশোধ না করতে পারায় আরও ৪দিনের কারাদন্ড প্রদান করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ২/৩ দিন আগে উপজেলার বারাত এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে সুমন মোড়ল ওরফে রাসেল। বুধবার ছিল তাদের বাড়িতে বৌভাত অনুষ্ঠান। এমন খবর পেয়েে সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমানের নেতৃত্বে আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম, ভিডব্লিউবি প্রশিক্ষক রাজিবুল এবং কিশোর কিশোরী ক্লাবের সাবেক সদস্য স্বপ্ন ঘোষসহ তালা থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হয়।
পরবর্তীতে বর ও তার বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বর সুমন মোড়ল রাসেলকে ১৫দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উক্ত জরিমানার টাকা পরিশোধ না করলে আরও ৪দিনের কারাদন্ড প্রদান করা হবে বলে রায়ে ঘোষনা করা হয়।

