সাইফুজ্জামান মন্টু:যশোরের ঝিকরগাছা উপজেলা’র ১০ নং শংকরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল খান সাজু মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেবি ভাটা এলায় মটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে বাগআঁচড়া মমতাজ মজিদের ক্লিনিকে এবং পরে যশোর ২৫০ শয্যা হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে রেফার্ড করে।
সাজু’র পরিবারের সদস্য’রা সাজু’কে নিয়ে এ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দিলে প্রতিমধ্যে নড়াইল জেলা সদরে পৌছালে বিকাল ৫টার সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

