রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে সাংবাদিক হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, চৌগাছার সাংবাদিকদের নিন্দা

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে সাংবাদিক মাহফুজকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে সাংবাদিক হত্যা চেষ্টা কারী সন্ত্রাসী ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়াকে আটকের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় দেশব্যাপী সাংবাদিকদের সাথে নিয়ে রাজপথে আন্দোলনের হুশিয়ার দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক কেএম মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেশবপুর উপজেলার আহবায়ক ও পৌর যুবলীগ নেতা সবুজ হোসেন নিরব, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন,  যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, কোষাধ্যক্ষ শিমুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান শাহীন, সমাজকল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, তথ্য গবেষণা সম্পাদক মোহাচ্ছান আলী শাওন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, গ্রন্থাগার সম্পাদক সরদার মোস্তফা কামাল হিরো, নির্বাহী সদস্য গৌতম চট্টোপাধ্যায়, রেজোয়ান হোসেন লিটন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল চুরির অভিযোগের খবর প্রকাশ করায় হাতুড়ি বাহিনীর প্রধান ফারুক হোসেন জাকারিয়া  দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মাহফুজকে হত্যা করার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালায়।  ২৫ জুন সকালে ভালুকঘর বাজারে এই হামলার ঘটনা ঘটে। এব্যাপারে কেশবপুর থানায় অভিযোগ দেয়া হলেও আসামিদের আইনের আওতায় আনা হয়নি।

চৌগাছার সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রজন্ম একাত্তরের পত্রিকার সম্পাদকসহ ৪জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং প্রত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহফুজের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দবৃন্দ। বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকের উপর হামলাকারীদের আটক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান নেতৃবৃন্দ।

প্রেসক্লাব চৌগাছার পক্ষ থেকে বিবৃতি দেন সভাপতি অধ্যক্ষ আবু জাফর,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, ড. আব্দুস শুকুর, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত,
ক্রিড়া সম্পাদক এম এ রহিম,কার্যনির্বাহী সদস্য কাজী আসাদুল ইসলাম,আজিজুর রহমান, আব্দুর আলিম,রায়হান হোসেন,আলমগীর কামাল,শফিকুল ইসলাম, প্রভাষক জাজিজুর রহমান, জাহিদ হাসান শাওন,ফয়সাল আহম্মদ,জাহিদ হাসান।

আরো পড়ুন

সর্বশেষ