শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মাকে মারধর করায় পিতাকে ছুরিকাঘাতে হত্যা

আরো খবর

একাত্তর ডেস্ক:সিরাজগঞ্জের তাড়াশে ছেলের ছুরিকাঘাতে তোফাজ্জল মন্ডল (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার (৮ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জেল উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে জমির মন্ডলের ছেলে। এই ঘটনার পর নিহতের ছেলে বাবু মন্ডল (১৮) পলাতক রয়েছে।

রবিবার (৯ জুলাই) দুপুরে সগুনা ইউপির সদস্য সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তোফাজ্জেলের দু’জন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী মোছা: রেজদা খাতুনের সাথে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে গত শুক্রবার প্রথম স্ত্রীকে মারপিট ও ছুরি দিয়ে পায়ে আঘাত করেন। এ সময় পাশের ঘরে থাকা ছেলে বাবু মন্ডল ওই ছুরি দিয়ে তার বাবার পেটে সজোরে আঘাত করলে তোফাজ্জেল গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় পরিবারের লোকেরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতাল নিয়ে ভর্তি করার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।(সূত্র: মানবজমিন)

 

আরো পড়ুন

সর্বশেষ