শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মাহফুজকে হত্যা প্রচেষ্টাকারী ফরুক হোসেনের আটকের দাবিতে মানববন্ধন

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধিঃ প্রজন্ম একাত্তরের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও সাংবাদিক মাহফুজকে হত্যা প্রচেষ্টাকারী ফরুক হোসেনের আটকের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। মানব বন্ধন থেকে অবিলম্বে হত্যাপ্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
সোমবার বিকালে যশোরের কারবালা সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম নূরুল আমীন, কেশবপুর উপজেলা শাখার সভাপতি এস আর সাঈদ, অভয়নগর শাখার সভাপতি আশরাফুল আলম লিপু, মণিরামপুর শাখার সভাপতি অমিতাভ মল্লিক, শার্শা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন প্রমুখ।

কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাল চুরির অভিযোগে ওঠে। এব্যাপারে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দৈনিক প্রজন্ম একাত্তরসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে হত্যার চেষ্টা করে।
এসময় হামলাকারীরা মাহফুজের কাছে থাকা ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে তিনি কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বহু বির্তকের নায়ক ফারুক হোসেন জাকারিয়াকে আটকের দাবি জানানো হয়।

 

 

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ