শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু, পরিবারের পাশে সোহাগ

আরো খবর

 বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর পরে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ছুটে আসেন মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে।
তিনি এক ঘন্টার উপরে শোকাহত পরিবারের পাশে কাটান এবং পরিবারের খোঁজখবর নেন।

বদিউজ্জামান সোহাগ জানন, মোরেলগঞ্জ শরণখোলা আমার মাতৃভূমি এখানে নারীর টানে আমি ছুটে আসি। কারো বিপদের কথা শুনলে আর স্থির থাকতে পারিনা। আর এরা তো একত্রে বাবা-মা হারা সন্তান । তাদের এ শোকে শামিল হতে পেরে  খুব ভালো লাগছে। তবে তাদের সান্ত্বনা দেয়ার মত ভাষা নেই।

উল্লেখ্য, গত ৮ জুলাই সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে বীরেন মন্ডল (৬০) ও তার স্ত্রী রীতা রানী মন্ডলের (৫৫) মৃত্যু হয়।

নিহত বীরেন মন্ডল জয়পুর গ্রামের মৃত পূন্য চন্দ্র মন্ডলের ছেলে। রীতা রানী মন্ডল বীরেন মন্ডলের স্ত্রী। তাদের দুটি ছেলে রয়েছে। এক ছেলে এসএসসি পরীক্ষার্থী এবং আরেক ছেলে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে থেকে পিসি কলেজে পড়াশুনা করেন। ঘটনার সময় ছেলেরা বাড়িতে ছিলেন না ।

আরো পড়ুন

সর্বশেষ