নিজস্বপ্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড , জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ করেন সংসদ সদস্য অবসরপ্রাপাত মেজর জেনারেল ডা. নাসির উদ্দিন। এদিন ১৯ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে চেক দেয়া হয়। প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

