বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে রাব্বি খান নামের এক জনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বিকেলে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আক্কাস খানের ছেলে মোঃ রাব্বি খানের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে জানাযায়,সাংদিয়া বাজারের উপরে মঙ্গলবার দুপুর ১ টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কচুয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।এ সময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ এর (১)ধারা লঙ্ঘনে ১৫ এর (১)ধারায় অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন।ভ্রাম্যমান অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন কচুয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন।
বাগেরহাটে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

