অভয়নগর প্রতিনিধি:অভয়নগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তার, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান,কৃষি কর্মকর্তা লাভলী খাতুন,নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার শহিদুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন,মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল,সমাজসেবা অফিসার অহিদুজ্জামান,কাউন্সিলর মোস্তফা কামাল,চেয়ারম্যান মফিজউদ্দিন, বিকাশ রায় কপিল,তৈয়বুর রহমান, হাফিজুর রহমান, আবুল কাশেম, সানা আব্দুল মান্নান, এডভোকেট নাসির উদ্দিন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ।

