মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ কর্মী নাঈম হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার শয়লা এতিম খানা মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত নাঈম হোসেন চালুয়াহাটি ইউনিয়নের শয়লা গ্রামের তরিকুল ইসলাম সানার ছেলে।
জানাযায় আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব এস এম ইয়াকুব আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মি সহ এলাকার সকল স্তরের মানুষ উপস্থিত হন।
উল্লেখ্য, নাঈম হোসেন (২০) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নেংগুড়াহাট বাজারের দিকে যাচ্ছিলেন। চালুয়াহাটী গ্রামের দফাদার পাড়াসংলগ্ন স্থানে কুকুরের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন নাঈম। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেয়ার সময় মারা যান নাঈম।

