অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা পর্যায়ে মানবপাচার প্রতিরোধে সিটিসি মিটিং গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের আয়োজনে সিটিসি মিটিংয়ের সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যশোর জেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্যবস্থাপক দেবনাথ মন্ডল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার এসআই উজ্জ্বল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, বিষ্ণুপদ দত্ত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, এনজিও প্রতিনিধি এস এম ফারুক হোসেন, মাওলানা নজরুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, সদস্য রবিউল ইসলাম প্রমুখ। সভায় মানবপাচার প্রতিরোধে সচতেনতা বৃদ্ধি ও চিহ্নিত এলাকায় উঠান বৈঠক করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অভয়নগরে মানবপাচার প্রতিরোধে সিটিসি মিটিং অনুষ্ঠিত

