কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল চুরির ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টার প্রতিবাদে আওয়ামী লীগনেতা সেকেন্দার আলী সংবাদ সম্মেলন করেছেন।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, সাতবাড়িয়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাল দেয়ার জন্য তিনি ৮ নং ভালুকঘর ওয়ার্ডের ৪৭টি অসহায় পরিবারের তালিকা করে তাদের স্লিপ দেন। গত ১৮ এপ্রিল সকালে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে ওই চাল বিতরণের দিনছিল। খবর পেয়ে তালিকাভুক্ত উক্ত ব্যক্তিরা স্লিপ নিয়ে পরিষদে চাল আনতে যান। এসময় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়া তাদেরকে চাল দেয়া হবেনা বলে চলে যেতে বলেন এবং তাদের সাথে দুর্ব্যবহার করেন।
তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালিকাভুক্ত ওইসব গরীব পরিবারকে চাল দেয়ার জন্য অনুরোধ করেন। এসময় ইউপি সদস্য ফারুক হোসেন তার সাথেও দুর্ব্যবহার করেন।
পরবর্তিতে তালিকায় থাকা মাত্র ১৩জনকে ১০ কেজি করে চাল দিয়ে অন্যদেরকে চাল দেয়া হবেনা বলে জানিয়ে দেয়া হয়। এরপর তালিকা অনুযায়ী চাল না পেয়ে বাকী ৩৪ টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়ার বিরুদ্ধে গত ২৬-০৪-২০২৩ তারিখে যশোর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন সেকেন্দার আলী। যা প্রজন্ম একাত্তর পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। জেলা প্রশাসক এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
এদিকে সংবাদ প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে হত্যার চেষ্টা করে। এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গত ৭ জুলাই ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে চাল আতœসাৎতের ব্যাপারে তদন্ত করা হয়। এদিকে তদন্ত রিপোর্ট দেওয়ার পূর্বেই চাল আতœসাৎতের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ৮ জুলই যশোরের দুইটি পত্রিকায় একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়।
অপরদিকে চাল চুরির ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার ইউপি সদস্য ফারুক হোসেন গত ১১ জুলাই একটি সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে নিয়ে মিথ্যা অভিযোগের নিন্দা এবং প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল আতœসাৎকারী ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কেশবপুরে ঈদ উপহারের চাল চুরির ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা

