শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরে তারুন্যের জয়যাত্রা সফল করতে যুবলীগের প্রস্তুতি সভা 

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:১৭ জুলাই তারুন্যের জয়যাত্রা কর্মসূচী তারুন্যের জয়যাত্রা করার লক্ষ্যে  শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য এ্যাডঃ হাসানুজ্জামান তুষার, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান টিপু,ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন,যুগ্ন আহবায়ক রাশেদুল রহমান রাসেল, হাফিজুর রহমান হাফিজ,রাজু আহম্মেদ,শফিকুল ইসলাম শিমুল, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম স্বপন প্রমুখ।

 

আরো পড়ুন

সর্বশেষ