মণিরামপুর প্রতিনিধি:আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, ১০ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩২ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছন। নির্বাচনে ২১হাজার ২২৬ জন ভোটার প্রথমবারে মতো ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সময় ঘনিয়ে আসার সাথে সাথে বেড়েছে প্রার্থীদের প্রচার প্রচারণার ব্যস্ততা। শেষ মুহূর্তের প্রচারণায় সর্বশক্তি নিয়ে মাঠে রয়েছে প্রার্থীরা।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জহুরুল ইসলাম (নৌকা),
বিদ্রোহী প্রার্থী হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো:ফরিদ উদ্দীন (আনারস),
অপরদুইজন বি এন পির বহিষ্কৃত নেতা তরিকুল ইসলাম তুহিন (মটর সাইকেল) ও আব্দুর রাজ্জাক বিশ্বাস (চশমা)।
নির্বাচনে নৌকা ঠেকাতে বিদ্রোহী প্রার্থী মো:ফরিদ উদ্দীন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় সর্বশক্তি নিয়ে কাজ করছেন মো:ফরিদ উদ্দীন।টান টান উত্তেজনায় আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থীর মধ্যে দেখা গেলে ও বিএন পির বহিষ্কৃত দুই নেতার তেমন কোন প্রচার প্রচারণা দেখা যায়নি।
প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হবে।সাধারণ ভোটারদের আগ্রহ রয়েছে টান টান উত্তেজনায়। নতুন পদ্ধতিতে ভোট দিতে এলাকার ভোটারদের সচেতন করার চেষ্টা করছে প্রার্থীরা। সাধারণ ভোটার বেশ আগ্রহী ইভিএম নিয়ে।
তবে ইভিএম নিয়ে ভোটার এবং প্রার্থীদের মধ্যে রয়েছে সংশয় । ভোটারদের সন্দেহ তাদের ভোট হয়তো সঠিক ভাবে গণ্য না করে কার চুপির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন অফিস থেকে জানা যায় , হরিহর নগর ইউনিয়ন নির্বাচনে ৯৪টি ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে ।

