বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার নির্বাচরেন সকল প্রস্তুতি শেষের পথে। ভোট কেন্দ্রে পৌছে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ সকল সরঙ্জাম। প্রতি কেন্দ্রের প্রিজাউডিং কর্মকর্তারা সংগ্রহ করছেন এসব উপকরন।
শার্শা উপজেলা নির্বাচন কমিশন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ জানান, আগামীকাল সোমবার বেনাপোল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্য করতে সকল প্রস্তুতি সম্পন্য করা হয়েছে। কোন অপৃতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রতিটি কেন্দ্রে আনসার, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষনিক টহলে থাকবে র্যাব।
প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিটেট থকিবেন নির্বাচন পর্যবেক্ষন করার জন্য। ভোট কেন্দ্রে পৌছে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ সকল সরঙ্জাম । বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। মোট ভোটার ৩০ হাজার ৩৮৫ জন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বেনাপোলে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

