শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল পৌরসভার নির্বাচন, সোমবার আমদানি-রপ্তানি বন্ধ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি :বেনাপোল পৌরসভার নির্বাচন উপলক্ষে সোমবার (১৭ জুলাই) সকাল
থেকেই স্থলবন্দর দিয়ে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে একদিনের জন্য
আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে
পাসপোর্টযাত্রী পারাপার। বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড
ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর
রহমান ও বন্দর পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন,
সোমবার ভোটের কারণে অত্র এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা
করেছেন। এতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা
ভোটের কাজে নিজ নিজ এলাকায় থাকবেন। তাই আমদানি-রপ্তানিসহ
বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। এয়াড়াও পৌর এলাকার সমস্ত স্কুল
কলেজ, ব্যাংক-বীমা ও সকল সরকারি অফিস এর আওতায় থাকবে। মঙ্গলবার
(১৮ জুলাই) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ
বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আহসান হাবীব জানান, নির্বাচনের কারণে সরকারি ছুটিতে
সব কিছু বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের
মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ