শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রদ্রোহী মামলায় সাতক্ষীরার পৌর মেয়র কারাগারে

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি: রাষ্ট্রদ্রোহী মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জুলাই ) সকালে জেলা ও দায়রা জর্জ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক চাঁদ মোহাম্মাদ আব্দুল আলী আল রাজী  তার জামিন  নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তার রিরুদ্ধে দ্বায়েরকৃত মামলায়  হাইকোটে আগাম জামিনে ছিলেন।পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি শহরের কামালনগর এলাকার বাসিন্দা। তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন
সাতক্ষীরা জজ কোর্টের পি পি আব্দুল লতিফ জানান, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী সাতক্ষীরা সদর থানার একটি মামলায় জামিনের আবেদন করেন। আদালত তার  জামিন নামঞ্জুর করে পৌর মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আসামী পক্ষের আইনজীবি এড. সৈয়দ ইখতেখার বলেন, মেয়র চিশতি তার বিরুদ্ধে দ্বায়েরকৃত মিথ্যা মামলায় হাইকোর্টের আগাম জামিনে ছিলেন। আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নাকোচ করে আদালতে পাঠানোর আদেশ দেন।  ধার্যকৃত দিনে পুনঃরায় তার জামিন আবেদন করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ