রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে যশোর পৌরসভার মশা নিধন অভিযান 

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধে যশোর পৌরসভার উদ্যোগে মশা নিধন অভিযান উদ্ভোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা চত্বরে মশা নিধন অভিযানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।
আকিক ওষুধ, ২টি ফগার মেশিন ও ২৭টি হ্যান্ডমেশি দিয়ে ৯টি ওয়ার্ডে মশা নিধন করা হবে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার নয়টি ওয়ার্ডে সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
এসময় পৌর মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ বলেন, ডেঙ্গুর প্রভাব থাকা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যহত থাকলে। এডিস মশা থেকে রক্ষা পেতে সবাইকে ঘুমানোর সময় মশারী ব্যবহার এবং যেথানে সেখানে যেন পানি না জমে সে ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, উপসহকারী প্রকৌশলী কামাল আহমেদ, ১ ও ৪ নম্বর ওয়ার্ডের কনজারভেন্টি ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু পুমুখ।

আরো পড়ুন

সর্বশেষ