রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

আরো খবর

শার্শা প্রতিনিধি :শার্শায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর নিহত হয়েছে।
বুধবার (১৯ শে জুলাই) সকালে যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের শ্যামলাগাছী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পথচারীরা জানান, সকালে সড়কের উপরে ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাকে স্থানীয়রা কেউ চিনতে পারছে না। মনে হচ্ছে, কোন দ্রুত গতির গাড়ি তাকে সজোরে আঘাত করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ