সমীর রায়, আশাশুনি, সাতক্ষীরা : আশাশুনির ৯ নং আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল কুদ্দুস।
শনিবার সকাল-সন্ধ্যা তিনি তার আনারস প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। সকালে কাকবাসিয়া ও একসরা বাজারে পৃথক পৃথক নির্বাচনী পথসভায় তিনি বলেন- আমি বিগত ৮ বছর আপনাদের ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত আনুলিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আপনাদের সেবা করেছি।
আমি এলাকায় সন্ত্রাস, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণ করে আনুলিয়া ইউনিয়নকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছিলাম।
আগামী ৫ জানুয়ারী নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আবার আপানাদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি। কিন্তু আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের নৌকা প্রতীকের প্রার্থী শাহাবুদ্দিন সানা আমার কর্মীদের লাঞ্ছিত ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত সৃষ্টি ও পরিবেশ নষ্ট করছেন। ব্যালটের মাধ্যমে সকল অন্যায়ের প্রতিবাদ জানাতে আমি ভোটারদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এসময় ইজিবাইক, ইঞ্জিন ভ্যান ও মোটরসাইকেল সহকারে বিশাল একটি বহর নিয়ে শতশত কর্মী সমর্থক তার সাথে উপস্থিত ছিলেন।####
ক্যাপশান : আশাশুনির আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন সতন্ত্র প্রার্থী মোঃ রুহুল কুদ্দুস।
