শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুর পাল্টা-পাল্টি মামলায় দুই পক্ষের দুইজনের জেল জরিমানা 

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক:যশোর কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের একটি মারামারির ঘটনায় পাল্টা-পাল্টি মামলায় দুই পক্ষের দুইজনকে সাজা দিয়েছে যশোরের আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমণিত না হওয়ায় উভয় মামলার ১৪ জনকে খালাস দেয়া হয়েছে। বুধবার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেগমপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে ফজলুল হক মহব্বত ও আব্দুল বাকির মোল্যার ছেলে মাহাবুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, কেশবপুরের বেগমপুর গ্রামের আব্দুল বারিক মোল্যার পরিবারের সাথে একই গ্রামের মৃত ইন্তাজ আলীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ২০০৯ সালের ২১ সকালে পূর্ব বিরোধের এ জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর বাকির মোল্যর ছেলে মাহাবুর রহমান ৭ জনকে আসামি করে ও মৃত কফিল উদ্দিনের ছেলে ৯ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতে আদেশে উভয় মামলা থানায় রেকর্ড হয়। তদন্ত শেষে উভয় মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই নারায়ন চন্দ্র ঘোষ ও এসআই মোক্তার হোসেন।
এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রাহণ শেষে আসামি ফজলুল হক মহব্বতের বিরুদ্ধে ৩২৩ ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় ৬ মাসের কারাদন্ড ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে আরও ১মাসের কারাদন্ড ও ৩২৫ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় ৩ বছর কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড এবং অপর মামলার আসামি মাহাবুর রহমানের বিরুদ্ধে ৩২৫ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় ৩ বছর কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩মাসের কারাদন্ডে আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান কারাগারে আটক আছে।

আরো পড়ুন

সর্বশেষ