রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় নদী ব্যবস্থাপনা ও টেকসই কৃষি প্রসারে ক্যাম্পেইন 

আরো খবর

সাতক্ষীরা  প্রতিনিধি: সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদী অববাহিকার ব্যবস্থাপনা (টিআরএম) ও টেকসই কৃষি প্রসারের লক্ষ্যে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা বাজার এলাকায় বেসরকারী সংস্থা  উত্তরণের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, প্রজেক্ট ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার ইমরুল কবির ও তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ। এসময় সেখানে উপস্থিত কৃষক এবং উদ্যোক্তাদের টিআরএম সম্পর্কে জ্ঞান এবং এই অঞ্চলের কৃষি পদ্ধতিতে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করা।
এছাড়া কৃষক ও উদ্যোক্তাদের জৈব ও মিশ্র ফসল চাষের কৌশল সম্পর্কে ধারণা ও উৎসাহিত করা হয়। এবং উৎপাদিত পন্যের বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ক্যাম্পেইনে আলোচনা করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ