শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় চরিত্রহীন শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ  একাধিক ছাত্র বলাৎকারকারী, কাশফুল মাদ্রাসার  শিক্ষক মীম বদরুজ্জামানকে গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রসুলপুর কাশফুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা  পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-দৌলা- সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক কাউনিন্সিলর  ফারহা দীবা খান সাথী, আ”লীগ নেতা নাসির উদ্দিন খান, মনিরুল ইসলাম জুয়েল, সাইদুর রহমান,ওয়ার্ড আলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম, এছাড়া এলাকাবাসীর পক্ষে  মো. নোবেল হাসান, মো. অনিক ইসলাম, মো. লিটন, রতন, মো. হারুন উর রশিদ, মো. বিপ্লব হোসেন, আখতারুজ্জামান আক্তার, মো. তৌহিদ হাসান, সরদার নাসির, মো. রওশন আলী, মো. রজন, মো. হাবিবুল্লাহ হোসেন, মো. আব্দুস সবুর গাজী, মো. খোকন, মো. আসমাউল হাসান, ওয়াজেদ আলী গাজী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,  কাশফুল মাদ্রাসার  শিক্ষক মীম বদরুজ্জামান দীর্ঘদিন ধরে কোমল মতি ছাত্রদের বলাৎকার করে আসছিল । তার এই জঘন্নতম অপরাধ ঢাকতে ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। সম্পত্তি এক ছাত্রকে বলৎকার করার চেষ্টা কালে বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় ভুক্তভোগীর পিতা সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। মামলা নং-২১।মামলার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছে। অবিলম্বে লম্পট শিক্ষক বদরুজ্জামানের গ্রেপ্তারের দাবি জানান তারা ।

আরো পড়ুন

সর্বশেষ