ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কৃষক আবু হানিফ নিহত, আহত হয়েছে ৩ জন। নিহত হানিফ উপজেলার আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ সংঘর্ষের ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে আলামপুর স্কুল মাঠে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তি কোটঁচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর স্কুল মাঠে কৃষক ও ব্যবসায়ি টিম প্রিতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। খেলার বিরতীর পরে কৃষক টিমের একটি নতুন খেলোয়াড় মাঠে নামাতে গেলে প্রতিপক্ষ ব্যবসায়িক টিমের খেলোয়াড় বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে প্রতিপক্ষ ব্যবসায়ি টিম ও সমর্থকদের হামলায় কৃষক টিমের খেলোয়াড় আবু হানিফসহ সমর্থক মতিয়ার, রাসেলসহ চারজন মারাত্বক ভাবে আহত হন।
স্থানীয় ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তি কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে খেলোয়াড় আবু হানিফ বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুু হয়। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কোটচাদপুর থানার ওসি মইন উদ্দিন জানান, আহতদের মধ্যে তিনজনই শংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন তাদেরকে।

