শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়েছে। রোববার প্রেসক্লাব যশোরের মিটিং রুমে এই চেক বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান।
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেইউজের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন,সাবেক যুগ্ম মহাসচিব সাকিরুল কবির রিটন,সাবেক সভাপতি সাজেদ রহমান,সাবেক সভাপতি সাজ্জাদ গণি খান,সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু ও সাবেক আহবায়ক ও প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান। সভা সঞ্চালনা করেন জেইউজের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন একটি যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠানে মোট ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এবার যশোরের ১৬ জন সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা এই সহায়তা পেয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ