সাতক্ষীরা প্রতিনিধিঃ হাজার চেষ্টা করেও সাতক্ষীরায় আর কখনো ২০১৩ সালের মতো পরিস্থিতি হবে না। কোন রকম গুজবে কান দিবেন না। সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।ডিজিটাল বাংলাদেশ এখন আর কথায় নয় বাস্তবে পরিলক্ষিত। আগামীর স্মার্ট বাংলাদেশও বাস্তবে রূপ নেবে।
সেজন্য সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন উড়ন্ত বিমানের সাথে তুলনা করে তিনি বলেন তাকে কোন ভাবেই ঠেকানো সম্ভব নয়। দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে সক্ষমতা বেড়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের মিলনায়তনে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেজ্ঞের ডিআইজি মঈনুল হক কথা গুলো বলেন।
জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, জেলা আনসার ভিডিপির কমান্ডার মোরশেদা খানম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল প্রমুখ।এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলার সাতটি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ২টি পৌরসভার মেয়র, ৭৮ টি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সদস্য, আনসার ভিডিপির সদস্য, জেলা পুলিশিং কমিটির সদস্য, বিট পুলিশ, ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভাটি পরিচালনা করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান।

