সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে বিশ বছর ধরে পলাতক আসামি মোঃ সাজ্জাত কবির মজুমদারকে গ্রেপ্তার করেছে র্যাব। গত কাল ২৩ জুলাই রাতে তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে
গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী কলারোয়ার উপজেলার বানিন্দা। সাতক্ষীরা র্যাব-৬কোম্পানি কামান্ডার মোজর গালিব জানান, সাজ্জাত কবির ১৯৯৮ সালে চট্রগ্রাম এর বন্দর এলাকা হতে ১টি শিশুকে অপহরণ করে।পরে শিশুকে নিয়ে ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় চটগ্র্রাম রেলওয়ে পুলিশ অপহৃত শিশু উদ্ধার করে ও অপহরণকারী মোঃ সাজ্জাত কবিরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় ১৯৯৫ সনের নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘদিন পরে মামলার বিচার কাজ শেষে আদালত আসামী মোঃ সাজ্জাত কবির মজুমদারকে যাবজ্জীবন সাজা প্রদান করে। সেই থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে প্রায় বিশ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াত । সম্প্রতি গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে তাকে আটক করা। গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার সকালে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
সাতক্ষীরায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

