শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার বিকেলে পুরাতন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে পথ সভায় মিলিত হয়।
এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামীলীগ নেতা জিএম মজিদ, হাসেম আলী, মিলন ঘোষাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকালই হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাজহারুল আনোয়ার, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আহাদুল করিম, যুগ্ন আহবায়ক ফজলুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শিপন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুর রহমান,  মহিলা নেত্রী মাজেদা খাতুন প্রমুখ
সভায় বক্তারা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।
তাই  জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। বক্তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

আরো পড়ুন

সর্বশেষ