শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই(মঙ্গলবার) সকাল ১১ টায় কচুয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কচুয়া উপজেলা চত্বরে গিয়ে রেলিটি শেষ হয়।পরবর্তীতে কচুয়া উপজেলা সরকারি পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর শেখ তন্ময় মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাসমিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ।এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস,কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রশিদ, মৎস্যজীবী লীগের কচুয়া উপজেলা শাখার সভাপতি রিপন সিকদার,চিংড়ি চাষী সিকদার মনিরুজ্জামান।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মেরিন ফিশারিজ অফিসার দীপঙ্কর চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন,কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না,তথ্য আপা বিজয়া লোপা,কচুয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ সালাম মল্লিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ সহ মাছ চাষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রমূখ।

আরো পড়ুন

সর্বশেষ