অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা বাকি বিল্লাহ,সহকারী প্রোগ্রামার ত্রিদিপ সরকার, মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামিম আহসান মল্লিক, প্রচার সম্পাদক মোঃ এখলাস শেখ, সাংবাদিক মোঃ আলী হায়দার ছগীর প্রমুখ।
মোরেলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ২৪-৩০জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত হচ্ছে।
“নিরাপদ মাছে ভরাবো দেশ,গর্ব স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার (২৫ জুলাই) মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অ্যাড. আমিরুল আলম মিলন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট ৪।
উদ্বোধনের পরে দুইশতাধিক সকল পেশার লোকদের সমন্বয়ে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে প্রধান লোকালয় রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়। পরে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সকলকর্মীবৃন্দ আলোচনা উপস্থিত হন।
মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাড.আমিরুল আলম মিলন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট ৪, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অ্যাড. শাহ্-ই- আলম বাচ্চু উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
এ সময় বক্তারা বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রচারণা করছে। আজকে আমাদের র্যালি অনুষ্ঠিত হলো। বিপুল সংখ্যক কর্মকর্তা, সুবিধাভোগী র্যালিতে উপস্থিত ছিলেন। নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।
মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে, গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাই যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরই মধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনবো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন (জাইকা) প্রকল্প কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান মিয়া।
