বিশেষ প্রতিনিধি:শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চৌগাছার গরিপুর আদর্শ বিদ্যাপীঠ এর আয়োজনে মা সমাবেশ- অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার অধ্যাপক নাসির উদ্দিন এমপি। এসময় তিনি বলেন, উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়তে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মোঃ মোস্তানিছুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, স্বরূপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর, জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, সিংহজুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মল্লিক, ধুলনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান মুমিন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আনিসুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান রেজা, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, লিখন প্রমুখ।
উক্ত মা সমাবেশে সভাপতিত্ব করেন গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউর রহমান রিন্টু।

