শনিবার সন্ধ্যায় কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান মিন্টুর নির্বাচনী অফিস ভাংচুর ও কর্মী সমর্থকদের মারপিট করে আহত করা হয়।
নৌকা প্রতিকের প্রার্থী ওহিদুজ্জামান মিন্টু বলেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমানের নেতৃত্বে বহিরাগত একদল সন্ত্রাসীরা তার নির্বাচনী অফিস ভাংচুর করে কর্মীদের মারপিট ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং লুটপাট করেছে। তাদের হামলায় নেতাকর্মীরা আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়েই কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন ও সেকেন্ড অফিসার পিন্টু লাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ঘটনায় কেশবপুর থানায় রাতেই মামলার আবেদন করা হয়েছে।
