আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আইডিয়াল এর উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় এক দিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর বাস্তবায়নে ও আশাশুনি উপজলো প্রশাসনের সার্বিক সহযোগতিায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালন করা হয়।
বুধবার আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়নে ১০০ জন উপকারভোগী সদস্যদের মাঝে ১০০টি কদবলে গাছের চারা বিতরণ করা হয়। উক্ত চারা বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহীনুর আলম শাহীন, সাবেক সেনা সদস্য সাদেকুর রহমান, আইডিয়াল মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সমন্বয়কারী আবুল কালাম আজাদ, আশাশুনি শাখার উর্ধ্বতন শাখা ব্যবস্থাপক ওমর ফারুক, হিসাবরক্ষক আশরাফুজ্জামানসহ আশাশুনি শাখার সকল কর্মী ও উপকারভোগী সদস্যবৃন্দ।

