শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চাচড়া মৎস্য বিক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন ডিজি মাহবুবুল হক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: গতকাল যশোরের চাচড়ায় নির্মিত দেশের একমাত্র মাছের রেনু পোনা বিক্রি কেন্দ্র পরিদর্শন করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য অফিসার ফিরোজ আহমেদ , যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা , হ্যাচারী মালিক সমিতির সভাপতি ফিরোজ খান, সাধারণ সম্পাদক জাহিদ গোলদার, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, জেলা মৎস্য জীবী লীগ নেতা বাবু সার্জেন্ট, আল আমীন মৃধা, জুয়েল হোসেন । পরিদর্শন কালে মহাপরিচালক খঃ মাহবুবুল হক বলেন, সারাদেশের একমাত্র মাছের রেনু পোনা বিক্রি কেন্দ্র যশোরের চাচড়ায় নির্মিত হয়েছে। এটি যাতে সুনামের সাথে পরিচালিত হয় সেই চেষ্টা করতে হবে।

যাঁরা এখানে পোনামাছ কিনতে আসবেন তাদের নিরাপত্তা আছে, এখানের পোনার সুনাম আছে। এটি যশোরের একটি অহংকারের বিষয়। যশোরের পোনা বিক্রি কেন্দ্রের আদলে দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের বিক্রি কেন্দ্র নির্মাণ করা হবে যাতে সুষ্ঠু ভাবে মাছের পোনা বিক্রি করা যায়। যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহা বলেন, মাছের পোনা বিক্রি কেন্দ্রে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ পোনামাছ কিনতে আসছেন। ইতোমধ্যে এই কেন্দ্রের সুনাম সারা দেশের মৎস্য চাষির মধ্যে ছড়িয়ে পড়েছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় এখানে মানুষ ব্যবসা করছেন। এই কেন্দ্রের সকল বিষয়ে তিনি সহায়তা কামনা করেন।

আরো পড়ুন

সর্বশেষ