অভয়নগর প্রতিনিধি:অভয়নগর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শাখার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রাথমিক শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার রাজঘাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃআবুল কাসেম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভয়নগর থানা প্রতিনিধি ইন্সেপেক্টর জয়দেব বিশ্বাস, উপজলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার মন্ডল, জাকির হোসেন হৃদয়, রবিউল বিশ্বাস, আশরাফুল আলম, কামাল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অবিভাবকগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলা শুরুতে উপজেলার জি এস শেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে জি এস শেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়-ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১গোলের ব্যবধানে পরাজিত করেন।উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারি মো.ইব্রাহিম হোসেন,ও ফয়সাল হোসেন। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন সহ অধ্যপক সমির বিশ্বাস। আগামী ৩১শে জুলাই সোমবার ঐ মাঠে এ ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।