শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, ও জরিমানা

আরো খবর

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরিফুর ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, এসময় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান তাকে জরিমানা করেন।
দণ্ডের শিকার আরিফুর ইসলাম পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার জহুর আলীর ছেলে।
মোঃ আসাদুজ্জামান বলেন,উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে,
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সেখান থেকে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ