মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে নৌকা প্রতীকের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আর জামিল হোসাইন এ কর্মসূচির আয়োজন করেন। মিছিলটি মোরেলগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোড়লগঞ্জ নব্বইরশি বাস স্ট্যান্ড শেষ হয় এবং মিছিল শেষে নব্বইরশি বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু যুব সেন্টারের সহ-সভাপতি মোঃবাদশা মীর।
অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। যুব সেন্টার নেতা রুহুল আমীন ও নাইম হোসেন প্রমুখ।

