মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

যশোরের টুকর খবর

আরো খবর

যশোরে দাবি আদায়ে
আন্দোলনে হরিজনরা
যশোর অফিস
যশোরে দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছেন শহরের হরিজনেরা। বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে তাদের বাদ দেওয়ায় প্রতিবাদে রোববার তারা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ কর্মসূচি থেকে পরিচ্ছন্নতা কাজে অহরিজনদের নিয়োগ বাতিল করে ছাটাই করা শ্রমিকদের পুনঃবহাল ও মৃত শ্রমিকদের আগের মতো ৩০ হাজার টাকা দেয়ারও দাবি জানানো হয়।
যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন জানিয়েছেন, হরিজনরা বাড়ি বাড়ি থেকে কিছু বকশিশের বিনিময়ে বর্জ্য সংগ্রহ করে থাকেন। কিন্তু এডিবি প্রকল্পের অজুহাত দেখিয়ে গত বছর পৌরসভা বাড়ি বাড়ি থেকে এনজিওকে বর্জ্য সংগ্রহের দায়িত্ব দেয়। এ খবর পেয়ে হরিজনরা ময়লা অপসারণ বন্ধ করে দেয়। বিক্ষোভ সমাবেশ করতে থাকে। এক পর্যায়ে পৌরসভার নতুন মেয়র হায়দার গণি খান পলাশের সাথে আন্দোলনকারীরা দেখা করলে তিনি তিন মাসের সময় নেন।
শ্রমিক নেতা মতিলাল হরিজন আরো বলেন, তিন মাস পার হলেও তাদের দাবি বিষয়ে চুপ রয়েছে পৌরসভা। শোনা যাচ্ছে আগের এনজিওদের সাথে চুক্তি বাতিল করে পৌর কাউন্সিলরদের তত্ত্বাবধানে নতুন করে অন্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে যাচ্ছে। এতে পেশা সংকটে পড়তে যাচ্ছে হরিজনরা। শুধু তাই নয়; আগে মৃত শ্রমিকদের ৩০ হাজার টাকা দেওয়া হতো। সেটা কমিয়ে ২০ হাজার দেয়া হচ্ছে। এজন্য তারা দাবি আদায়ে ফের রাজপথে নেমেছেন। বৃহস্পতিবার তারা পৌরসভা ঘেরাও করবেন।
এ বিষয়ে জানতে চাইলে যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু বলেন, যশোর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যাটের জন্য প্রতিদিন অন্তত ২৫ টন ময়লা প্রয়োজন। কিন্তু হরিজনদের সংগৃহিত বর্জ্য ১০ টনের বেশি না। হরিজনরা কাজে অবহেলা করে। মাস শেষে টাকা পেলে কয়েকদিন তাদের দেখা মেলে না। নাগরিকরা তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। এজন্য কাউন্সিলরা তাদের তত্ত্বাবধানে এনজিওদের মাধ্যমে বর্জ্য অপসারণের চিন্তা করছে।#

যশোরের চাঁচড়া ইউনিয়নে নির্বাচনী
সহিংসতা লেগেই আছে
যশোর অফিস
ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের চাঁচড়া ইউনিয়নে সহিংস ঘটনা লেগেই আছে। একই সাথে চলছে নৌকা প্রার্থীর পক্ষে বিপক্ষে নানা অভিযোগ। গত শনিবার রাতভর ওই ইউনিয়নের সহিংস ঘটনা ঘটেছে।
নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা পান্নু প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের শামিম রেজার সমর্থক কর্তৃক হামলার শিকারের পর নৌকা প্রতীকের প্রার্থীরা ইউনিয়নের বহু গ্রামে আনারস প্রতীকের প্রার্থীর অফিস ভাংচুর, পোস্টার ছিড়ে ফেলা, চেয়ার ভাংচুরসহ কর্মীদের নানা রকম হুমকি দিয়েছে। এই ঘটনায় দুই পক্ষের সমর্থকেরা রোববার সকাল প্রেসক্লাবে আসেন সাংবাদিকদের কাছে অভিযোগ দিতে। কিন্তু পুলিশি বাঁধার মুখে উভয় পক্ষ সাংবাদ সম্মেলন করতে পারেনি। তবে শামীর রেজার পক্ষের কর্মীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাড়ানোর কিছুক্ষণ পর পুলিশি বাঁধার মুখে তারা সরে যেতে বাধ্য হন।
নৌকা প্রতীকের পক্ষে অবস্থান নেয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের অভিযোগ, সেলিম রেজা পান্নু একজন সফল মৎস চাষি। তিনি আওয়ামীলীগের দলীয় লোক। কারোর নির্দেশ ছাড়াই তিনি নিজ উদ্যোগে স্থানীয় মানুষকে সাহায্য সহযাগিতা করে থাকেন। যে কারণে প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেন। নির্বাচনের শুরুতে আওয়ামী লীগ নামধারী কিছু সুবিধাভোগী নৌকা প্রতীকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। বিগত দিনের নির্বাচনে আব্দুল আজিজ নৌকার বিরোধী করেন। তিনি কেন্দ্র দখল করে মানুষ হত্যা করে ভোট লুট করে চেয়ারম্যান হন। এবারও ওই ষড়যন্ত্রকারীরা এক হয়েছে। এবার আব্দুল আজিজের ছেলে শামিম রেজাকে নৌকার প্রতিদ্বন্ধী হিসাবে দাড় করিয়েছে। সন্ত্রাস আর আতংক ছড়াচ্ছে ইউনিয়ন জুড়ে। নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে মিথ্যাচার ও নানা প্রপাকান্ডা চালাচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষ সোচ্চার আছে বলে তিনি জানিয়েছেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী শামিম রেজার অভিযোগ, ভাতুড়িয়া বাজারে নৌকার মিছিল থেকে জিহাদ নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়। প্রতিদিন ইউনিয়নের প্রত্যেক গ্রামে গিয়ে আনারস প্রতীকের অফিস ভাংচুর করছে।অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। পরাজয় বুঝতে পেরে এখন যেভাবে হোক জেতার জন্য মরিয়া হয়ে গেছে। মোজাম্মেল হোসেন নামে এক কর্মীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি। এই অবস্থা পরিবর্তনের জন্য তিনি প্রশাসের হস্তক্ষেপ কামনা করেছেন। #

যশোরের ষষ্টিতলাপাড়া থেকে
ইয়াবাসহ যুবক আটক
যশোর অফিস
যশোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ক সার্কেলের সদস্যরা ২৫ পিস ইয়াবাসহ রাজেন আলী রাজু (৪০) নামে এক যুবককে আটক করেছে। তিনি রেলস্টেশন রেলবাজার এলাকার আলী হোসেন মনির ছেলে।
যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ক সার্কেলের উপপরিদর্শক শাহীন পারভেজ জানিয়েছেন, গত শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ষষ্টিতলাপাড়াস্থ বুনোপাড়া বড় পুকুর পাড়ের জাহাঙ্গীর হোসেন টেগার চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। #

যশোর রেলগেটে একটি
বাড়িতে দুর্বৃত্ত্বদের হামলা, লুট
যশোর অফিস
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় গত শনিবার রাতে একটি বাড়িতে হামলা এবং লুটপাট করেছে একদল দৃর্বৃত্ত্ব। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
যশোর রেলগেট পশ্চিমপাড়ার মৃত শাহাজান বিশ্বাসের স্ত্রী বাসনা বেগম অভিযোগ করেন, চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে কুদরতের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র তার কাছে টাকা দাবি করে আসছিলো। তিনি তাদের টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে মারপিট, খুন-জখমের হুমকি দেয়। বাড়িতে বোমা মারারও ভয় দেখায়। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী কুদরতের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা খুলতে বলে। কিন্তু তিনি খুলে না দেয়ায় সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল দিয়ে তার ঘরের দরজা ও জানালা কোপায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা তাকে এবং তার মেয়ে পপি ও ৩ বছর বয়সের পোতা ছেলে রাফিকে মারপিট করে। পরে ঘরের শোকেজের ভেতর থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, দেড় ভরি সোনার অলঙ্কার ও ৪ ভরি রূপার অলঙ্কার লুট করে নিয়ে যায়।
তিনি বলেন, সন্ত্রাসীরা লুটপাট করে চলে যাওয়ার পর থানায় অভিযোগ করতে যাওয়ার পথে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আনারুল ইসলামের সাথে তাদের দেখা হয়। এ সময় তারা তার কাছে অভিযোগ করলে ওই পুলিশ কর্মকর্তা তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।
তিনি আরও জানান, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৮ জনকে নাম উল্লেখ করে রোববার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলো, চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে কুদরত (২৮), তারেকের ছেলে ইমন (২৫), রেলগেটের শহিদুল ইসলামের ছেলে হৃদয় (২২), শহিদুল ইসলাম বাবুর ছেলে রকি (২৫), পান দোকানদার সালামের ছেলে দেলো (২০), রেলবাবুর ছেলে সোহেল (২৬) এবং একই এলাকার আসিফ- (১৯) ও আসিফ-২ (২৫)।
এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আনারুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়েছেন। ঘরের ভেতর চাল ছড়ানো ছিটানো ছিলো। বিষয়টি তিনি পরে কোতয়ালি থানার ওসিকে জানিয়েছেন। #

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ