নিজস্ব প্রতিবেদক:যশোরের কিসমত রাজাপুরের শিশু আমেনা হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা আমেনার মা রজিনা বেগম ও তার প্রেমিক মজনুর রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে তারা এ কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমেনা তার মা রোজিনাকে ঘনিষ্ট মুহুর্তে মজনুর সাথে দেখে ফেলে। যা তার প্রবাসী বাবা ও দাদিকে বলে দেন। সেই থেকে শক্রতা শুরু হয়। এরমাঝে গত ২৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মজনু আমেনার বাড়িতে আসে। শিশু আমেনাকে একা পেয়ে ধর্ষণ করে। পরে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসী তা ধরে ফেলে।
নিহত মজনুর দাদি মর্জিনা বেগম বলেন, তার ছেলে মজনা খাঁ দীর্ঘ পাঁচ বছর ধরে মালয়েশিয়া রয়েছেন। অন্যদিকে অসুসস্থতার কারণে প্রতিনিয়ত বাঘারপাড়া উপজেলার বহরমপুর বাজারে পল্লি চিকিৎসক মজনুর রহমান মিজানুরের কাছে চিকিৎসার জন্য যেতেন রোজিনা। সেখান থেকেই পরিচয় হয় তাদের। পরবর্তিতে পরকীয়ায় জড়িয়ে পড়েন তারা। সেই জেরেই খুন করা হয় শিশু আমেনাকে।
মানববন্ধনে দ্রুত ঘাতক মজনু ও মা রোজিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচীর ঘোষনার হুমকি দেন। এ ঘটনায় আসামিদের আটকের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মানববন্ধনে অংশ নেন ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইয়াসমিনের ছেলে বাবু হোসেন, ইউপি সদস্য রেজাউল হোসেন, আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনিরুল ইসলাম , আনিসুর রহমান, সুজন হোসেন প্রমুখ।

