শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত

আরো খবর

 মোরেলগঞ্জ( বাগেরহাট )প্রতিনিধি:মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির প্রথম সভা ৩০ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।২০২৩+২৪ জুলাই পর্যন্ত এর নব নির্বাচিত সভাপতি মো. আবু সালেহ’র সভাপতিত্বে এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও দৈনিক প্রবর্তন প্রতিনিধি এইচ এম জসিম উদ্দিন  সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিল কমিটির সিনিয়র  সহ-সভাপতি দৈনিক যায়যায় দিন প্রতিনিধি মোঃ সাইফুজ্জামান রিপন, সহ-সভাপতি দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি  কে এম শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব ও খুলনা টাইমর্স প্রতিনিধি  মেজবাহ ফাহাদ, অর্থ- সম্পাদক দৈনিক প্রভাত প্রতিনিধি  মোঃ রমিজ উদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি শিব সজল যীশু ঢালী, প্রচার সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ  ও দৈনিক প্রজন্ম একাত্তর প্রতিনিধি মোঃ এখলাস শেখ এবং নির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক প্রবাহ প্রতিনিধি  এইচ এম শহিদুল ইসলাম,দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এম এ জলিল প্রমুখ।

কার্য নির্বাহী কমিটির ১১ জন সদস্যের মধ্যে একজন দেশের বাইরে থাকায় বাকী ১০ জন এ সভায় উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক ভাবে নানা বিষয়ে আলোচনা করা হয়। নব নির্বাচিত কমিটি বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশনারদ্বয়কে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে একটি নতুন কমিটি গঠন করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ পরিবর্তিত পরিস্থিতি, সাংবাদিকতার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক দিক বজায় রেখে আরও বস্তুনিষ্ঠ,ও দায়িত্বশীলতার সাথে পালন করে এলাকার সমস্যা, তথ্যানুসন্ধান, দুর্নীতি, অনিয়ম, অসঙ্গতি তুলে ধরে নিজ এলাকা সমাজ তথা দেশ ও জাতির কল্যাণে কাজ করার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন,এছাড়া ক্লাবের পূর্বের ও বর্তমান বিষয় বস্তু এবং আগামীদিনের পথচলা ক্লাবের উন্নয়ন করার জন্য জাবতীয় ব্যবস্থা গ্রহনের সিন্ধান্ত গ্রহন করা হয় ।

আরো পড়ুন

সর্বশেষ