শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গোলাপজল, উদ, ইতার দিয়ে পবিত্র কাবাঘর ধোয়ার প্রস্তুতি

আরো খবর

একাত্তর পেস্ক: প্রতিবছর ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র কাবাঘর ধোয়ার কর্মসূচী পালিত হয়। এ কাজে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে মক্কার গভর্নর ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন। অন্যান্য বারের মতো এবারও আগামীকাল বুধবার (১৫ মহররম) এ কর্মসূচী অনুষ্ঠিত হবে।

এদিকে কাবাঘর ধোয়া সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মক্কা ও মদিনার জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।
জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এ কর্মসূচীর নেতৃত্বে থাকবেন। তাঁর সঙ্গে থাকবেন কাবাঘরের দ্বাররক্ষী শায়খ সালেহ আল-শায়বা। এ ছাড়াও মুসলিম দেশের রাষ্ট্রদূতদের এ কার্যক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

পবিত্র কাবাঘর ধোয়ার কাজে বিভিন্ন দ্রব্য ব্যবহার করা হয়।
এর মধ্যে রয়েছে গোলাপজল, উদ, ইতার (পারফিউম) মিশ্রিত বিশেষ তরল (লিকুইড) পদার্থ। উন্নত মানসম্পন্ন এ উপাদানগুলোর দামও খুব চড়া। ধোয়ার আনুষ্ঠানিকতার আগেই এসব সামগ্রী প্রস্তুত করা হয়।

মূলত মহানবী ‍মুহাম্মদ (সা.)-এর সময় থেকে পবিত্র কাবাঘর ধোয়ার ঐতিহ্য চলে আসছে।
অষ্টম হিজরিতে রাসুল (সা.) মক্কা বিজয়ের পর পবিত্র কাবাঘর ধৌত করেন। ইসলামের সম্মানিত খলিফারাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কাজ আঞ্জাম দিয়েছেন। তাদের পর থেকে আজ পর্যন্ত এ প্রথা চালু রয়েছে।

সূত্র : হারামাইন ওয়েবসাইট

আরো পড়ুন

সর্বশেষ