শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নাশকতার অভিযোগে জামায়ত ও বিএনপির ৩২নেতাকর্মী গ্রেপ্তার

আরো খবর

সাতক্ষীরা  প্রতিনিধি: নাশকতার অভিযোগে সাতক্ষীরায়  বিএনপি ও জামায়তের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটকের পর  মঙ্গলবার দুপুরে তাদের রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার দেখিয়ে  আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃত  হলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, ধুলিহর জামায়াতের আমির ইয়াসিন আলী, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, শহরের ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নান সহ বাকীদের নাম পরিচয় জানা যায়নি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মহিদুল ইসলাম বলেন, সোমবার ভোর  আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত।এরপর  তারা নাশকতার চেষ্টা করে ।ওইসময়  গোপন খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ