শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 বেনাপোলে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে মানববন্ধন 

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি, যশোর:আব্বু আমাকে ২০টাকা ইজিবাইক ভাড়া দেন স্কুলে যাব। ২০ টাকা পেয়ে মহা খুশিতে বাবা ও মাকে সালাম দিয়ে হাসি খুশিমাখা মুখ নিয়ে স্কুলের উদ্দেশ্য রওনা হয় আদরের কন্যা শরিফা। ১০ মিনিট পর  খবর আসে শরীফা আর নেই। সড়কে নিভে গেছে প্রদীপ। আম্মু আব্বুর করুন আর্তিতে  এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।
বুধবার সকালে যশোরের বেনাপোল  মহাসড়কের  বড় আচড়া চেকপোস্ট স্কুলগেটের সামনে রপ্তানিকৃত পন্যবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আনিকা আক্তার শরিফা নিহত হয়েছে। নিহত আনিকা বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ অভিয়ুক্ত ট্রাক চালক রুবেল হোসেনকে আটক করেছে। সে রাজশাহী পুটুয়া সেনবাদ এলাকার আব্দুল হালিমের ছেলে।
 পুলিশ জানায়,স্কুলে যাওয়ার পথে  বিপরিতদিক থেকে আসা   রপ্তানিবাহি একটি পন্যবাহী ট্রাক জোরে ধাক্কা দেয় শরীফাকে। এসময় সে ছিটকে পড়ে শরিফা। তার পায়ের উপরদিয়ে ট্রাকের চাকা উঠে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
এ ঘটনায় নিহতের ন্যায় বিচারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান.স্কুলে যাওয়ার পথে একটি ট্রাকের ধ্বাকায় ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ট্রাক চালকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি।
এদিকে ঘটনার প্রতিবাদে  বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষক ,শিক্ষিকা ও শিক্ষার্থীরা গার্লস স্কুল ও কাষ্টমস্ হাউজের সামনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
 বেনাপোল মেমোরিয়াল বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রমজান আলী নিহত স্কুল ছাত্রীর পরিবারের ক্ষতিপূরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাস্তা সংস্কার ও নিরাপদ সড়কের দাবি জানান।

আরো পড়ুন

সর্বশেষ